২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস, ফুলে-মালায়-গানে-ধ্বনিতে অন্তিম মিছিল

High News Digital Desk:

কলকাতা : পরিবারের অনিচ্ছায় বাস্তবায়িত হল না পূর্ব-প্রস্তাবিত রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন| আজ সকাল সাড়ে দশটা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বের করা হয়| মরদেহ নিয়ে বিধানসভা ভবনের উদ্দেশে রওনা হন আত্মীয়-পরিজন, দলীয় নেতাকর্মী ও বহু অনুরাগী| বেলা ১১টা থেকে বিধানসভা ভবনে বেশ কিছক্ষণের জন্য রাখা হয় দেহ| চলে শ্রদ্ধাজ্ঞাপন| গোটা পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে উপস্থিত ব্যক্তিবর্গের পারস্পরিক স্মৃতিচারণায়| এরপর দুপুরে মুজাফফর আহমেদ ভবনে মরদেহ নিয়ে যাওয়া হয়| সেখানে দীর্ঘ সময় রাখা হয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের  দেহ| সিপিআইএম নেতাকর্মীরা শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় ও শ্রদ্ধেয় নেতাকে| এরপর মুজাফফর আহমেদ ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে| সেখানেও মরদেহে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অগণিত অনুরাগী| বিকেলে দীনেশ মজুমদার ভবন থেকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যায় দেহ| জীবৎকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের ইচ্ছাকে সেখানেই বাস্তবায়িত করা হয়| গতকালই পাম অ্যাভিনিউয়ের ঠিকানায় গিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া সংগ্রহ করে নিয়ে আসেন চিকিৎসকরা| আজ শরীরের অন্যান্য অঙ্গ সংরক্ষণের প্রক্রিয়া|

Scroll to Top