- পিএসজিতে নতুন অধ্যায় শুরু করবেন লুইস এনরিকে
কাতার বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে বিদায় নিলে এনরিকে কে ছাঁটাই করেছিল স্পেনের ফুটবল ফেডারেশন। এরপর থেকে ফুটবল থেকে দূরেই ছিলেন লুইস এনরিকে। ক্রিস্তফ গালতিয়ের ছাঁটাইয়ের খবর দিয়েছিল পিএসজি। তারপর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হয়েগেল। পিএসজিতে নতুন অধ্যায় শুরু করবেন লুইস এনরিকে। দুই বছরের চুক্তি করল পিএসজি ৫৩ বছর বয়সি স্প্যানিশ এই কোচের সঙ্গে। পিএসজিতে লুইস এনরিকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নতুন করে দল সাজানো ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করা। ইউরোপ সেরার মঞ্চে শিরোপার স্বাদ পায়নি পিএসজি প্রচুর অর্থ বিনিয়োগ করে ভালো ফুটবলার এনেও। এই কারণে বহু কোচ চাকরি হারিয়েছেন।এখন এনরিকে কী করেন সেটাই দেখার।








