৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ

High News Digital Desk:

 পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ:

কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই মল-এ। সবার অলক্ষ্যে সেই মল-এর ৭ তলা থেকেই ঝাঁপ দিলেন এক যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাত ১০ টা নাগাদ ওই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক মহম্মদ আরমান রাউফ, ব্রড স্ট্রিটের বাসিন্দা। বাইশ বছর বয়সি যুবকের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক শপিং মল কর্তৃপক্ষ। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।  শপিং মলে রয়েছে একাধিক পোশাকের দোকান থেকে রেস্তোরাঁ। সেগুলিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত খোলা থাকে মল-এর একাধিক শোরুম। সেরকম একটি জায়গায় কীভাবে পার্কিং লট থেকে ওই যুবক ঝাঁপ দিলেন, তা এখনও স্পষ্ট নয়।

Scroll to Top