২০ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫

পারদপতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে

High News Digital Desk:

পারদপতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে| সবমিলিয়ে দূষণের জেরে বেহাল দশা দিল্লির আমজনতার| মরশুমের সবচেয়ে বড় বায়ুদূষণের কবলে দিল্লি| সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান রয়েছে ৪৮৫| রবিবার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫| পরিসংখ্যান বলছে, সোমবার এই মরসুমের দূষিততম দিনের সাক্ষী থাকছেন দিল্লির বাসিন্দারা| দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন| তার পরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না| বিগত এক সপ্তাহ ধরেই ভয়াবহ বায়ুদূষণের শিকার দিল্লির বাসিন্দারা| দিনদুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে দেশের রাজধানী শহর| ফলে কমেছে দৃশ্যমানতা| দেরিতে চলছে ট্রেন এবং বিমান| যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি| পরিস্থিতি সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানচালু করেছে দিল্লি সরকার| আট দফা বিধিনিষেধ কার‌্যকর করা হয়েছে| নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না| আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে| আপাতত পরিকাঠোমা নির্মাণের কাজও স্থগিত করতে বলা হয়েছে| স্কুলগুলিকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির পঠনপাঠন অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে| অন্য দিকে, সোমবার সকালে ধোঁয়াশার দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী মুম্বইয়েও| দেশের বাণিজ্যনগরীতে বায়ুর গুণগত মান ১৭৯|তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না মুম্বইবাসীরা|

Scroll to Top