৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পাঠান জওয়ান হয়ে গেল, বললেন সলমন খান

High News Digital Desk:

”পাঠান জওয়ান হয়ে গেল”, বললেন সলমন খান : 

সোমবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ| এটি টিজার কিংবা ট্রেলার নয়, বলা যেতে পারে এক ঝলক ছবির প্রচার| সেই প্রিভিউ প্রকাশ্যে আসতেই চারিদিকে সাড়া ফেলে দিল ‘জওয়ান’| এবার শাহরুখকে ‘পাঠান’ থেকে ‘জওয়ান’ হতে দেখে মুগ্ধ বলিউড ভাইজান সলমন খান| ছবির প্রিভিউ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সলমন| পাশপাশি এই ছবিকে নিয়ে এক বিশেষ শপথ নিলেন ভাইজান| ‘জওয়ান’ ছবির এই প্রিভিউ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, ”দেখতে দেখতে ‘পাঠান’ ‘জওয়ান’ হয়ে গেল| দুর্দান্ত, এই ধরনের ছবি সিনেমা হলে গিয়েই দেখতে হয়| আমি তো যাচ্ছি প্রথম দিনই| খুব মজা পেলাম|” ‘পাঠান’ ছবির মুক্তির সময় বক্স অফিসের সাফল্যে শুভেচ্ছা জানানো থেকে শাহরুখের ‘পাঠান’-এ কয়েক মিনিটের ক্যামিয়ো, সবেতেই ছিলেন ভাইজান| আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’| সেই ছবিতে দেখা যাবে শাহরুখকে| এছাড়াও পর্দার ‘পাঠান’ ও ‘টাইগার’কে একসঙ্গে নিয়ে ছবি করার কথা মনস্থির করেছেন আদিত্য চোপড়া| বলিউড তারকারা একের অন্যের প্রতি প্রায়ই এই সৌজন্য দেখিয়ে থাকেন| এই চল বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে| প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে সিনেমার সামগ্রিক সাফল্যের জন্য একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাহরণ একাধিক|

Scroll to Top