৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানকে সহায়তা দেওয়া মানেই সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা : অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

পাকিস্তানকে যে কোনও সহায়তা দেওয়া মানেই সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা। বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, “পাকিস্তানের কর্মকাণ্ডকে সমর্থন করে যে কেউ আসলে সন্ত্রাসবাদকে সমর্থন করছে। আমি কেন এটা বলছি? আমার কাছে জোরালো কারণ আছে। উদাহরণস্বরূপ, ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার কথাই ধরুন, যা বিশ্ব ভয়াবহতার সাক্ষী ছিল। সন্ত্রাসীদের হাতে মোট ১৬৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন, যার মধ্যে কেবল ভারত নয়, ২৬টি ভিন্ন দেশের নাগরিকও ছিলেন।”

বিশ্বের সামনে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলে দিতে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-র নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল এখন দক্ষিণ কোরিয়ার সিওলে রয়েছেন। সেখানেই সোমবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top