নিজস্ব সংবাদদাতা : ৱুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হল| সূত্রের খবর, ভোটের কৌশল নির্ধারণের পাশাপাশি আরও দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সংসদের বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল| কর্নাটকে ক্ষমতা হারানোর পরে এ বার পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট এবং লোকসভা নির্বাচন নিয়ে সক্রিয় হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| ৱুধবার রাতে নিজের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি|
দলের একটি সূত্র জানাচ্ছে, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচন ও আগামী বছরের লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে| পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে| সংসদের আসন্ন বাদল অধিবেশনে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়েও আলোচনা হয়েছে মোদি-শাহ-নাড্ডার| লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কেন্দ্র সরকার| কেন্দ্র-নিযুক্ত আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামতও জানতে চাওয়া হয়েছে|