৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পহেলগামে জঙ্গি হামলায় বঙ্গের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ পরিজনরা

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের ৩ জন। তাঁরা পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন, মঙ্গলবারের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার তিন বাসিন্দার। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ার ঝালদায়।

কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ। পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু তা আর হল না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। শুধু সমীর নয়, একই পরিণতি হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর। বিতান কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সোহিনীও থাকেন সেখানে।

পহেলগামে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশরঞ্জন মিশ্রও। তিনি কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি। আগে রাঁচিতে ছিলেন, সম্প্রতি বদলি হয়ে চলে যান হায়দরাবাদে।

Scroll to Top