ওয়েস্ট বেঙ্গল আ্যন্ড সিকিম ডিরেক্টরেট – এর উদ্যোগে নানা কার্যক্রমের জন্য সফল ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যেই চালু ক্যাডেটদের জন্য নানা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এর মূল লক্ষ্য হল – যুবকদের স্বশক্তিকরণে জোর দেওয়া। বৃহস্পতিবার কলকাতাস্থিত ন্যাশনাল ক্যাডেট কর্পস ক্লাব হাউসে অনুষ্ঠানের সূচনা পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর মূল অনুষ্ঠান। একে একে সম্মান জ্ঞাপন করা হয়েছে। এন সি সি – র ডিরেক্টর জেনারেল তথা মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং এদিনের অনুষ্ঠানে – তাদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর শুভেচ্ছা বিনিময় করেন । উল্লেখ্য, সেরা ইউনিট খেতাব জিতেছে ১০ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি – বর্ধমান গ্রুপ। এছাড়াও ২ নাভ্যাল ইউনিট এনসিসি – এর কলকাতা – ‘সি’ গ্রুপ একাধিক ট্রেনিং ও প্রশাসনিকস্তরের মাপকাঠিতে অসাধারণ দক্ষতা তুলে ধরেছে। এর পরিপ্রেক্ষিতেই জিতেছে বিশেষ সম্মান। সেই সঙ্গে দার্জিলিং গ্রুপ জিতেছে ডিজি এনসিসি ব্যানার। আগামীদিনের জন্য ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি জানান, দুই বছরের পাঠক্রমে বদল আনা হয়েছে এবং তা সময় উপযোগী করে তোলা হয়েছে। ড্রোনের ব্যবহার ও প্রশিক্ষণের জন্য যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তা উল্লেখ করেছেন তিনি। আরও কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। সবার আগে দেশ – এই হল মূল মন্ত্র ফের তা স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রী সিং এই প্রসঙ্গে আরও বলেন, ভবিষ্যৎ এর নেতৃত্ব গড়ে তোলার পরিকল্পনা যেমন রয়েছে তেমন স্বশক্তিকরণেও গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিকে, এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও সিকিমের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল বিবেক ত্যাগী উপস্থিত ছিলেন।









