৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পথে বসে বিক্ষোভ, এরপরও হবে কি নিয়োগ?

High News Digital Desk:

স্কুলে পড়ুয়ার সংখ্যা নয়-নয় করে ১২০| শিক্ষক মাত্র একজন| ভাবা যায়! হ্যাঁ, এটাই ঘটনা| নিত্যদিনের ঘটনা রানিগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের পৌর নিম্ন ৱুনিয়াদি বিদ্যালয়ে| তবে শুক্রবার ঘটল একট অন্য ঘটনা| ওই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে পথে বসে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা| সঙ্গে ভক্তভোগী ছাত্রছাত্রী| একজন মাত্র শিক্ষক দিয়ে পঠনপাঠন অসম্ভব| অধিকাংশ পড়ুয়াকে প্রায়-দিনই খেলাধুলা করিয়ে আর মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ| এদিন অবশেষে আসানসোল পুরসভার ২ নম্বর বোরোর চেয়ারম্যানের আশ্বাসে পথ অবরোধ তলে নেন বিক্ষোভকারীরা|

Scroll to Top