৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে এএপি সরকার : অরবিন্দ কেজরিওয়াল

High News Digital Desk:

পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে আম আদমি পার্টি (এএপি)-র সরকার। জোর দিয়ে বললেন এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “পঞ্জাবে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে। এখন পরবর্তী পর্যায়ে, বড় মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আঘাত হানা হবে। একজনও মাদক ব্যবসায়ী অথবা সরবরাহকারীকে রেহাই দেওয়া হবে না। কংগ্রেস, আকালি দল এবং বিজেপি সরকারের সময়, তারা ‘উড়তা পঞ্জাব’ বলে পঞ্জাবকে অপমান করেছিল। এখন মানুষ ‘বদলতা পঞ্জাব’ তৈরি করতে একত্রিত হচ্ছে।”

উল্লেখ্য, পঞ্জাব পুলিশের ডিজিপি-র একটি টুইটকে ট্যাগ করে এই দাবি করেছেন কেজরিওয়াল। ডিজিপি-র ওই টুইটে জানানো হয়, মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ আরও জোরদার হচ্ছে। সেই টুইটকে ট্যাগ করেই কেজরিওয়াল লিখেছেন, পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে এএপি সরকার।

Scroll to Top