আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। এই মহাসমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় রাজনৈতিক মহল।
সকাল থেকেই নেতাজি ইন্ডোরে আসতে শুরু করেন তৃণমূলের নেতা এবং কর্মীরা। পঞ্চায়েত স্তর থেকে মন্ত্রী স্তর পর্যন্ত নেতারা জড়ো হয়েছেন।নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে মদন মিত্র বলেন, ‘‘এটা বিশেষ কর্মসূচি, তাই এখানে বিশেষ বিশেষ কথাই বলা হবে।” আসেন সৌগত রায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রচনা বলেন, ‘‘আমরা একজোট হয়ে আছি, একজোট হয়েই থাকব।”