নিজস্ব সংবাদদাতা : নীল বাতির গাড়ি চড়ে শু্যটিংয়ে সাংসদ তথা অভিনেত্রী নুসরত? আইনানুযায়ী একেবারেই কোনও অধিকারই নেই|
বিপদে নুসরত জাহান| নেটিজেনদের তমুল কটাক্ষ| নেপথ্যে এক নীল রঙের বাতি লাগানো গাড়ি| ঠিক কী ঘটেছিল ? সোমবার সকালে শহরের রাস্তায় ক্যামেরা বন্দি হন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত| টলিউড অনলাইন নামক এক প্যাপ অ্যাকাউন্ট থেকে নুসরত-যশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে| সেখানে দেখা যাচ্ছে নীল রঙের বাতি লাগানো একটি গাড়ির ডান দিক থেকে প্রথমে যশ দাশগুপ্ত নামেন এর পর নুসরতও ওই গাড়ি থেকে নেমে আসেন| ক্যামেরা দেখে হাসিমুখে এগিয়ে যান দুজনেই| এর পরেই কিছটা এগিয়ে ভ্যানিটি ভ্যানে ওঠেন যশ ও নুসরত| ওই পাপারাজি অ্যাকাউন্টের তরফে দাবি করা হয়েছে, যশ-নুসরত এসেছেন তাঁদের প্রযোজিত ছবি মেন্টাল-এর শুটিংয়ে| গাড়ি থেকে নেমে ভ্যানিটি ভ্যানে উঠেছেন তাঁরা| সেই ইঙ্গিতই করছে বলে দাবি নেটিজেনদের একটা বড় অংশের| নুসরতের হাতে ছিল স্পাইরাল বাইন্ডিংয়ের একটি খাতা| যা দেখে অনুমান, সেটি স্ক্রিপ্টের খাতা| নেটিজেনদের প্রশ্ন, নুসরত জাহানের রাজনৈতিক পরিচয় থাকলেও নীল বাতির গাড়ি ব্যক্তিগত কারণে ব্যবহার কি যথাযথ? রাস্তাঘাটে বিশেষ সুবিধে ভোগ| ভিড় রাস্তায় আগে ছেড়ে দেওয়া থেকে শুরু করে অন্যান্য অনেক সুবিধেরই অধিকারী হন এই ধরনের বাতি-লাগানো গাড়ির অধিকারীরা| তবে পারিবারিক বা ব্যক্তিগত কারণে এই ধরনের গাড়ির ব্যবহার সরকারি নিয়মের পরিপন্থী|