কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃতু্য পড়ুয়ার| নবম শ্রেণীর ছাত্র সাগ্নিক নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার| ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ| বারুইপুরের দত্ত পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা| সাগ্নিকের বাবা বিদু্যত্ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী| মা মামণি নস্কর স্কুল শিক্ষিকা| বিদু্যত্ নস্করের কথায়, ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটারে গেম খেলত| ভৌতিক পরিবেশ সৃষ্টিকারী কম্পিউটার গেমটিতেও কি তবে কুখ্যাত ব্লু হোয়েলের মতো পাতা রয়েছে মৃত্যফাঁদ, যার শিকার হল নাবালক সাগ্নিক? উঠছে আতঙ্কের প্রশ্ন| ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে দিশেহারা বিদু্যত্-মামণি|
