৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

নিহত নির্যাতিতার স্মরণে সূচনা, আজ থেকে ‘অভয়া’র নামে টেলিমেডিসিন

কলকাতা : জুনিয়র ডাক্তারদের উদ্যোগে আজ সূচনা হল টেলিমেডিসিন পরিষেবার, নাম ‘অভয়া ক্লিনিক’। শুক্রবার এই নামে টেলিমেডিসিন পরিষেবা চালু করার ঘোষণা করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় নিহত নির্যাতিতাকে স্মরণ করে সম্মান জানাতেই এমন নামকরণ। চিকিৎসক-তরুণীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। এতে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এমনকি, সুপ্রিম কোর্টও এ’ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। জুনিয়র ডাক্তাররা যাতে দ্রুত কাজে যোগ দেন, তার আবেদনও করেছে দেশের শীর্ষ আদালত। কিন্তু জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করছে না, তাদের দাবি সামান্য হলেও পূরণ হয়েছে। ফলে কর্মবিরতি তুলে নেওয়ার কোনও লক্ষণও দেখাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। বরং কর্মবিরতি জারি রেখেও জনসাধারণের জন্য চিকিৎসা পরিষেবা মসৃণ রাখার তাগিদে শনিবার থেকে চালু করে দেওয়া হল টেলিমেডিসিন পরিষেবা, যার নাম ‘অভয়া ক্লিনিক’।

‘অভয়া ক্লিনিক’ পরিষেবা পাওয়ার জন্য ৪টি হোয়াটসঅ্যাপ নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। নম্বরগুলি হল–
৮৭৭৭৫৬৫২৫১
৮৭৭৭৫৬৯৩৯৯
৮৭৭৭৫৭৯৫১৭
৬২৯০৩২৬০৭৯

এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে যোগাযোগ করে টেলিমেডিসিন পরিষেবা পাবেন জনসাধারণ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত মিলবে পরিষেবা। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ‘অভয়া ক্লিনিক’ নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

Scroll to Top