৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

নিহত নির্যাতিতার দেহ নীল চাদরেই ঢাকা ছিল, দাবি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের

High News Digital Desk:

কলকাতা : আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় নিহত নির্যাতিতার দেহ কোন রঙের চাদরে ঢাকা ছিল? নীল না সবুজ? এক ছবিতে নীল, অথচ অন্য ছবিতে সবুজ হল কীভাবে? ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে মুখ খুললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, ‘ওইদিন দুপুর ১২টা ২৫-এ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সেশন শুরু হয়। বেশ কয়েকটি পর্বে চলে সেই কাজ। কলকাতা পুলিশের কাছে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির যা রেকর্ড আছে, দ্ব্যর্থহীনভাবে বলা যায়, চাদরটির রঙ নীলই ছিল। সামাজিক মাধ্যম ও কিছু টিভি চ্যানেলে ভাইরাল ভিডিও ক্লিপের সৌজন্যে এই দাবি ভাসিয়ে দেওয়া হচ্ছে যে, চাদরের রঙ ছিল সবুজ বা অন্য কিছু। কিন্তু তেমনটা নয়। কলকাতা পুলিশের কাছে যা তথ্য ছিল, যথাযথভাবে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।’

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি-মতো, পুলিশ নিশ্চিত যে, একই রেকর্ড রয়েছে সিবিআইয়ের কাছেও। এদিন সাংবাদিক বৈঠকে যথেষ্ট আত্মপ্রত্যয়ের সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘আপনারা চাইলে, কেন্দ্রীয় সংস্থার থেকে ক্রস চেক করে নিতে পারেন।’

Scroll to Top