১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

নিষ্প্রাণ চলে পুজোর আগে জেল্লা ফিরিয়ে আনতে খালি পেটে খান কয়েকটি পানীয়

High News Digital Desk:

নিষ্প্রাণ চলে পুজোর আগে জেল্লা ফিরিয়ে আনতে খালি পেটে খান কয়েকটি পানীয় :

পুজোয় জেল্লাদার চুল পেতে ভরসা পানীয়ের উপর| সকালে খালি পেটে খেলেই সুফল মিলবে|

পুজো আসতে এখনও বাকি বেশ কিছু দিন| হাতে সময় রেখেই প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই| নতুন জামাকাপর কিনতে শুরু করেছেন অনেকেই| তবে শুধু তো সাজগোজ করলেই হবে না| চুলে থাকা চাই জেল্লা| তার জন্য এখন অবশ্য অনেকেই স্ট্রেটনিং, স্মুদনিং এর দিকে ঝুঁকেছেন| কিন্তু বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল ট্রিটমেন্ট স্বাস্থ্যকর চলের জন্য একেবারেই ভালো নয়| বরং চলকে ভালো রাখতে যত্ন নিন ভিতর থেকে| চুলে জেল্লা আনা একদিনের বিষয় নয়| দীর্ঘ প্রস্তুতির দরকার তার জন্য| পুজোয় জেল্লাদার চুল পেতে ভরসা করতে পারেন কয়েকটি পানীয়ের উপর| সেগুলি সকালে খালি পেটে খেলেই হবে কামাল| ওজন কমাতে লেৱু, মধুর মিশ্রণ যে খুবই উপকারী তা কারোর অজানা নয়| অনেকে খালি পেটে খেয়েও থাকেন| কিন্তু এই মিশ্রণটি চুলের জেল্লা বাড়াতেও দারুণ ভূমিকা পালন করে| শরীরের জমে থাকা টক্সিন দূর করে এই পানীয়| লেৱু অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের যাবতীয় সংক্রমণ দূর করে| তাই পুজোর আগে ঝলমলে চুল পেতে খালি পেটে খেতে পারেন লেৱু মধুর মিশ্রণ| গ্রিন টি-র স্বাস্থ্যগুণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই| ওজন কমানো থেকে শুরু করে ডায়াবিটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা- গ্রিন টি-র জুড়ি মেলা ভার| চুলের যত্নেও এর কামাল রয়েছে| গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মাথার ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে| ফলে চুল হয় মসৃণ এবং ঝলমলে| হজমের সমস্যা নিয়ন্ত্রণে শসার জুরি মেলা ভার| সেই সঙ্গে যত্ন রাখে চুলেরও| কারণ হজমজনিত কারণেই মূলত চুল ঝরার আশঙ্কা থাকে| পুজোর আগে চুলের বাড়তি জৌলুস পেতে অন্যতম উপায় হতে পারে শসা| এর অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের পাশাপাশি ত্বকেরও যাবতীয় টক্সিন বার করে দেয়| শরীর আর্দ্র রাখার পাশাপাশি ব্রণর সমস্যা কমাতেও শসা উপকারী|

Scroll to Top