কলকাতা : আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবাকে ফোন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চান তিনি। মঙ্গলবার দিল্লি থেকে নির্যাতিতার বাবাকে ফোন করেন রাজ্যপাল। পাশে থাকার আশ্বাসও দেন তিনি। খোঁজ নেন মৃত চিকিৎসকের মায়ের।
রাজভবন থেকে একটি ভিডিও সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিভি আনন্দ বোস ফোন করছেন নির্যাতিতার পরিবারকে। ফোনে রাজ্যপাল বলেন ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি।’ অপর প্রান্তে থাকা নির্যাতিতার বাবা রাজ্যপালের উদ্দেশে বলেন, ‘আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই।’ রাজ্যপাল তখনই নির্যাতিতার বাড়ি আসার ইচ্ছা প্রকাশ করেন। সঙ্গে নির্যাতিতার মা কেমন আছেন, তাঁর খোঁজও নেন তিনি।
ঘটনা ঘটার পরই আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাশে থাকার বার্তা দিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। পরিবারকে সুবিচারের আশ্বাসও দেন তিনি। অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছে আরজি কর মামলা। হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। সুবিচারের আশায় দিন গুনছে নির্যাতিতার পরিবার।






