২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশন ভারত সরকারের হাতে রয়েছে : কপিল সিব্বল

High News Digital Desk:

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ভারত সরকারের হাতে রয়েছে। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল সিব্বল বলেছেন, “নির্বাচন কমিশন বহুদিন ধরেই সরকারের হাতে রয়েছে। যদি গণতন্ত্র এভাবেই চলতে থাকে এবং নির্বাচন কমিশন সরকারের পক্ষে তদবির করতে থাকে, তাহলে অবশ্যই ফলাফল আপনার সামনেই আছে।”

কপিল সিব্বল আরও বলেছেন, “যদি এই ব্যবস্থা চলতে থাকে, তাহলে তা গণতন্ত্র নয় বরং একটি প্রহসন। আমরা বহু বছর ধরে সন্দেহ করছি, বাস্তবে কী হচ্ছে তা সকলের জানা কিন্তু শোনার কেউ নেই।”

Scroll to Top