টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে দেশে ফেরানোর বিষয়ে আস্বস্ত করলেন বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি (Mia Mottley)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মতো আন্তর্জাতিক ইভেন্ট জয়ের পর হ্যারিকেন বেরিলের (Beryl) দাপটে বার্বাডোজে (Barbados) আটকে গোটা টিম। এত বড় জয় তথা বিশ্বসেরার শিরোপা অর্জনের পর দেশে ফিরে আনন্দ উদযাপনের আকাঙ্ক্ষা এক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপদেশের আবহাওয়া গত কয়েকদিন ধরে শুধু বিরূপ নয়, বিপজ্জনকভাবে প্রতিকূল। প্রকৃতির ভ্রূকুটিতে স্বদেশে প্রত্যাবর্তন ফলত স্থগিত। এমতাবস্থায় রোহিত-বিরাট-বুমরাহরা যে ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি ভারতীয় ক্রিকেট দলকে আশ্বস্ত করে জানিয়েছেন, ‘আর অল্প কিছু সময় পরই উড়ান ধরতে পারবে ভারতীয় ক্রিকেট দল।’ পাশাপাশি মিয়া মটলি এও অনুধাবন করছেন যে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের ক্রিকেট দল অত্যন্ত ভালো মেজাজে আছে। বেরিলের বাগড়া সত্ত্বেও এত বড় আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে নেওয়ার আনন্দে তারা নিশ্চয়ই উদ্বেলিত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে বার্বাডোজে আটকে রয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানান, ‘আগে আমাদের দেখতে হবে, কী করে গোটা টিমকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া যায়। তারপর দেশে ফিরে আনন্দ উদযাপনের কথা ভাবা যাবে।’
বেরিলের দাপটে ইতিমধ্যেই তছনছ হয়ে গিয়েছে বার্বাডোজের উপকূলভাগ। ওই দেশ থেকে ৮০ মাইল দক্ষিণ দিয়ে হ্যারিকেন চলে যাওয়ায় ক্ষতি কিছুটা কম হলেও, যা হয়েছে তা যথেষ্ট বলে মনে করছেন প্রধানমন্ত্রী মিয়া মটলি। এবার লন্ডভন্ড উপকূলকে উদ্ধারকাজ ও পুনর্বিন্যাসের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। জানাচ্ছেন মিয়া মটলি। এর মধ্যে বুধবার বার্বাডোজে আরও হ্যারিকেনের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। তবে তার আগেই বিমান পরিষেবা অল্পকালের জন্য স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বার্বাডোজ প্রশাসন।