৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

নিম্নমানের বাঁধ সংস্কার,নামল ধস

High News Digital Desk:

নিম্নমানের সামগ্রী দিয়ে নদী বাঁধ সংস্কার, যার জেরেই নামল ধস| স্থানীয়দের তীর শাসক দলের দিকে| গত কয়েকদিন আগে আচমকা দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণগঞ্জের মুড়িগঙ্গা নদীর নির্মীয়মাণ বাঁধে ভয়াবহ ধস নামে| প্রায় ১০০মিটার মাটির তলিয়ে যায় বাঁধ নদী গর্ভে| এই ঘটনার পর আতঙ্কিত ওই এলাকার কয়েকশ বাসিন্দা| এর মধ্যে ধস এলাকায় বাঁধ মেরামতি শুরু করেছে সেচ দপ্তর| মাটি, বালির বস্তা ও বাঁশ দিয়ে চলছে সেই মেরমতির কাজ| কিন্তু এলাকার বাসিন্দারা এই কাজে খুশী নন| এই মেরামতির পরেও আবার ধসের আশঙ্কা করছে এলাকার মানুষ| পাকা ও স্থায়ী বাঁধের দাবী তুলেছেন স্থানীয়রা| উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা ব্যয় করে নামখানা ব্লকের নারায়ণগঞ্জের মুড়িগঙ্গা নদীর এই বাঁধ তৈরীর কাজ শেষ হয়েছিল দুই মাস আগেই| কিন্তু দুই মাস যেতে না যেতেই তারমধ্যে ধস নামল বাঁধে| সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপতকালীন ব্যবস্থা হিসেবে এই বাঁধ মেরামতি চলছে| আগামী দিনে স্থায়ী বাঁধের পরিকল্পনা নেওয়া হবে| তবে যে মানের মেরামতির কাজ চলছে তাতে করে খুশি নন এলাকায় মানুষ|

 

Scroll to Top