২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫

নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল, দুর্যোগের শঙ্কায় সুন্দরবন

High News Digital Desk:

নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৪০- ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ভিডিও অফিসে শুকনো খাবার, পানীয় জল, তার্পোলিন মজুত রাখা হয়েছে। এই মুহূর্তে দুর্যোগের শঙ্কায় রয়েছে সুন্দরবন।

এদিকে, বর্ষা আসার আগেই ভাঙনের মুখে বকখালি। উপকূলবর্তী দু’টি গ্রামে কংক্রিটের বাঁধের ধসে পড়া অংশ দিয়ে নোনা জল ঢুকছে গ্রামে। জল বাড়তে থাকায় বকখালি, ফ্রেজারগঞ্জের হোটেলে আশ্রয় নিতে হচ্ছে গ্রামবাসীদের। সেচ দফতর তড়িঘড়ি বাঁধ মেরামতি শুরু করলেও আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Scroll to Top