১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংশয়ের অবকাশ নেই : সুপ্রিম কোর্ট

High News Digital Desk:

নিট (NEET UG 2024) দুর্নীতি মামলায় কার‌্যত ধোপে টিকল না কেন্দ্রের যুক্তি| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচড়ের (CJI DY CHANDRACHUD) নেতত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত বিভিন্ন পিটিশনের শুনানি হয়| সেখানেই এনটিএ (NTA) কে সুপ্রিম কোর্ট জানতে চায়, প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়েছে কতজন? তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কতজনের রেজাল্ট আটকানো হয়েছে? এইসব জিজ্ঞাসার পাশাপাশি, কোন এলাকার কতজন পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের সুবিধা পেয়েছে, তাও জানতে চায় শীর্ষ আদালত|
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচড়ের (CJI DY CHANDRACHUD) নেতত্বাধীন বেঞ্চ এদিন পরিষ্কার জানায়, নিটের প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই| যেটা বের করতে হবে, সেটা হল, দেশের কতটা এলাকা জুড়ে এই ফাঁসের ঘটনা ঘটেছে|
গত সপ্তাহে, কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) সুপ্রিম কোর্টকে বলেছিল, নিট পরীক্ষা বাতিল করলে, তার চড়ান্ত ক্ষতিকারক প্রভাব পড়বে দেশে| প্রশ্নপত্রের গোপনীয়তা ব্যাপক হারে লঙ্ঘিত হয়েছে, এমন কোনও প্রমাণ হাতে নেই| তা সত্ত্বেও পরীক্ষা বাতিল করলে, স্বচ্ছতা বজায় রাখা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর বড় মাপের ক্ষতি হয়ে যাবে| সোমবার কিন্তু কেন্দ্রের সেই যুক্তিতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত| সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, যদি পরীক্ষাপদ্ধতিতে স্বচ্ছতা বজায় না থেকে থাকে, তাহলে ফের পরীক্ষার ব্যবস্থা করতেই হবে| দোষীদের চিহ্নিত যদি না করা যায়, তাহলে নতন করে পরীক্ষা নিতেই হবে| প্রশ্নফাঁসের সুযোগ কারা নিয়েছে, তাদের যদি যথাযথ ভাবে পরীক্ষা দেওয়া ছাত্রদের থেকে আলাদা না করা যায়, তাহলে সেই পরিস্থিতিতে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া প্রয়োজন|
কবে কখন ২০২৪-এর নিট পরীক্ষার প্রশ্নপত্র প্রথম ফাঁস হয়েছে, তা জানাতে নিটকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| পাশাপাশি, তদন্তের গতিপ্রকৃতি কোন পর‌্যায়ে, তা জানাতে সিবিআইকেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| সব মিলিয়ে, নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের শীর্ষ আদালতে মুখ পুড়ল কেন্দ্রের| পরবর্তী শুনানি ১১ জুলাই| এখন সেদিকে তাকিয়েই উঠছে প্রশ্ন, পরীক্ষা বাতিল না করার নতন কোন যুক্তি আনবে কেন্দ্র? প্রশ্নপত্র ফাঁসে সুবিধাভোগীদের চিহ্নিত করার কোনও উপায় কি বাতলাতে পারবে এনটিএ? কোন পথে মুশকিল আসান?

Scroll to Top