৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

নিজের বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা, হুগলিতে জখম পুলিশ কর্মী

High News Digital Desk:

হুগলিতে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুগলি জেলার ইমামবাড়ার এই ঘটনায় জখম পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ওই পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি। বাড়ি বাঁকুড়ায়। পুলিশ কনস্টেবল পদে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালেরই পুলিশ লকআপ পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থায় হঠাৎই নিজের বন্দুক থেকে মাথায় গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি ওই হাসপাতালেই তাঁকে ভর্তি করানো হয়। কেন তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Scroll to Top