৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি

High News Digital Desk:
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হারিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। এদিন তিনি ১০৪ বলে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করেন। আর ৫ রান করলেই ওডিআই ফর্ম্যাটে ৪৯-তম শতরান করে ফেলতেন বিরাট। একইসঙ্গে তিনি সচিন তেন্ডুলকরের ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক শতরানের রেকর্ড স্পর্শ করতেন। এবারের ওডিআই বিশ্বকাপে বিরাট যে ফর্মে আছেন, তাতে তিনি দ্রুত সচিনের রেকর্ড ভেঙে দেবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। আর ২ পয়েন্ট পেলেই ভারতীয় দলের বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। ফলে ২০১১ সালের পর ফের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংসের ১২-তম ওভারে রোহিত আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান বিরাট। ১৪-তম ওভারেই আউট হয়ে যান শুবমান গিল। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন বিরাট। তাঁদের জুটিতে যোগ হয় ৫২ রান।২৯ বলে ৩৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান শ্রেয়াস। এরপর কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৫৪ রান যোগ করেন বিরাট। এই জুটিই ভারতের জয় নিশ্চিত করে দেয়। ভারতীয় দল কয়েকদিন বিশ্রাম পাচ্ছে। ২৯ অক্টোবর ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন বিরাটরা। তার আগে হার্দিক পান্ডিয়া ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই ভারতের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে।

Scroll to Top