কলকাতা : শহরে চিকিৎসক খুনের ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ শুরু করল কলকাতা পুলিশ। বিশেষ নজর অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সিগুলির উপর। চালকদের সব তথ্য নিয়োগের আগেই পুলিশের কাছে জমা দিতে হবে অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি সংস্থাগুলিকে। বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা ও অপারেটরদের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) ওয়াই এস জগন্নাথ রাও। সেখানে পুলিশের এই নয়া সিদ্ধান্তের কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
ক্যাব চালকদের ছবি, লাইসেন্স সহ সব তথ্য আগাম পুলিশের কাছে জমা দিতে হবে। সংশ্লিষ্ট চালকের পরিচয়পত্র থেকে মোবাইল নাম্বার – সবই জমা থাকবে পুলিশের কাছে। ওই চালক আগে কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা লিখিত আকারে জমা দিতে হবে সংশ্লিষ্ট ক্যাব কোম্পানির তরফ থেকে।
রাতের শহরে অ্যাপ ক্যাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে অভিযোগ আগেও উঠেছে। গ্রেফতারও হয়েছেন বহু ক্যাব চালক। এবার মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সিগুলির উপর বিশেষ নজর পুলিশের। চালকের বিরুদ্ধে অপরাধের খবর পেলে, যাতে দ্রুত সেই চালকের সম্পর্কে তথ্য পায় পুলিশ, তার জন্যই এই নয়া সিদ্ধান্ত। পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অ্যাপ ক্যাব অপারেটরদের সংগঠনগুলি।







