২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

নাইজারে গৃহযুদ্ধ, দ্রুত দেশ ছাড়ার নির্দেশ ভারতের| ২৫০জন ভারতীয় এই মুহূর্তে নাইজারে

High News Digital Desk:

নাইজারে গৃহযুদ্ধ, দ্রুত দেশ ছাড়ার নির্দেশ ভারতের| ২৫০জন ভারতীয় এই মুহূর্তে নাইজারে :

নাইজারে সেনা বনাম গণতান্ত্রিক সরকারের সংঘাতে গৃহযুদ্ধের পরিস্থিতি| সেনা অভু্যত্থানের পর থেকেই পশ্চিম আফ্রিকার এই দেশে ডামাডোলের পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সে দেশ ছেড়ে ভারতে ফিরে আসার নির্দেশ কেন্দ্র সরকারের| শুক্রবার এবিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার| এদিন সংবাদমাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ভারত সরকার নাইজারের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে| যে সকল ভারতীয়দের এই মুহূর্তে ওখানে থাকার প্রয়োজন নেই তাঁদের যত দ্রুত সম্ভব ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে| তবে এও মনে রাখতে হবে এই মুহূর্তে সেখানে বিমান চলাচল বন্ধ| তাই সীমান্ত পেরিয়ে আসার সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে| এমনকী যাঁরা আগামী কয়েক দিনের মধ্যে নাইজারে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও পরামর্শ দেওয়া হয়েছে| যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর‌্যন্ত তাঁদের যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে| প্রায় ২৫০জন ভারতীয় এই মুহূর্তে নাইজারে রয়েছেন| আমরা চাই প্রত্যেকে তাঁদের নাম নথিভুক্ত করুন| আমাদের দুতাবাসের পক্ষ থেকে দেশ ছাড়ার জন্য সব রকম সাহায্য প্রদানের চেষ্টা করা হবে| পাশাপাশি তিনি এও বলেন, আকাশপথ বন্ধ থাকায় সীমান্ত পেরিয়ে আসায় সমস্যা হচ্ছে| কিন্তু আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা তা করব|

উল্লেখ্য, গত জুলাইয়ে নাইজারে সামরিক অভু্যত্থান হয়| প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে রাজধানী নিয়ামীতে তার প্রাসাদে রক্ষীরা গ্রেপ্তার করে| তখনই নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে অভু্যত্থানের ঘোষণা দেওয়া হয়| দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ| পুড়িয়ে দেওয়া হয় সংবিধান| এছাড়া সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে| ফলে তৈরি হয়েছে গৃহযুদ্ধের আশঙ্কা|

Scroll to Top