৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

নবান্ন অভিযানে ‘ছাত্র সমাজ’, মঙ্গলবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি পরিবহণ দফতর

কলকাতা : আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে মঙ্গলবার নবান্ন অভিযান করবে ‘ছাত্র সমাজ’। আবার ওই দিনই ইউজিসি নেট পরীক্ষা। এমন পরিস্থিতিতে সকলের মনেই প্রশ্ন, শহরের যান চলাচলের হাল কী হবে? গন্তব্যে পৌঁছতে আদৌ কি মিলবে গণ পরিবহণ? রাজ্যের পরিবহণ দফতর তাদের কর্মীদের অভ্যন্তরীণ একটি নির্দেশে জানিয়েছে, ওই দিন অর্থাৎ মঙ্গলবার শহরে গণ পরিবহণকে সচল রাখতে বিশেষ ভূমিকা নিতে হবে সব কর্মীকে।

পরিবহণ দফতর সূত্রে খবর, সরকারি বাস, ট্রাম ও ফেরি সার্ভিসে অতিরিক্ত শিফটে কর্মীরা যাত্রী পরিষেবা দেবেন। শহরতলি থেকে প্রচুর পরিমাণে নিত্যযাত্রী কাজের জন্য আসেন কলকাতায়। আবার ওই দিন পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীরাও আসবেন। হাওড়া ও শিয়ালদা দিয়ে লক্ষ লক্ষ যাত্রী শহরতলি দিয়ে কলকাতায় আসেন। যাত্রীদের চাপকে মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। ইতিমধ্যেই হাওড়া পুলিশের সঙ্গে বৈঠকও সেরে নিয়েছে পরিবহণ দফতর।

শুধুমাত্র সরকারি বাস নয়, পর্যাপ্ত বেসরকারি বাস যাতে রাস্তায় থাকে, তা নিয়ে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়েছে দফতরের। পাশাপাশি অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটো যাতে রাস্তায় সচল থাকে, তার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। অপ্রীতিকর পরিস্থিতিতে গাড়ির ক্ষতি হলে, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছে পরিবহণ দফতর। শহর ও শহরতলি জুড়ে বাস পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে বাস মালিক সংগঠনগুলি। তবে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোসের দাবি, ‘মিটিং-মিছিলের জন্য পরিষেবা স্বাভাবিকভাবে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার অন্যদিনের মতোই বাস নামানো হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

মঙ্গলবার শহর ও শহরতলি জুড়ে নবান্ন অভিযানের প্রভাব যাতে না পড়ে, তার জন্য কোমর বেঁধে নামছে পরিবহণ দফতর। কিন্তু নবান্ন অভিযান শুরু হলে, পরিষেবা কি স্বাভাবিক থাকবে? প্রশ্ন থাকছেই।

Scroll to Top