কলকাতা : বন্যা-দুর্গত এলাকায় হবে ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক| ঘোষণা জুনিয়র ডাক্তারদের| তাঁদের পক্ষে অঙ্গীকার, মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তা আবার প্রত্যেকের কাছে তুলে ধরব|
বুধবার নবান্নের বৈঠক ঘিরে হতাশা চেপে রখেননি আন্দোলনকারী চিকিৎসকরা| মুখ্য সচিবকে ইমেল করার পর, সাড়ে ৬টায় বৈঠকের আহ্বান পান তাঁরা| দেরি হলেও সেই বৈঠকে যোগ দেন জুনিয়র ডাক্তাররা| কিন্তু সেই বৈঠক শেষে আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য সচিবকে সরানোর প্রশ্নে অপারগতা জানিয়েছে সরকার পক্ষ| রোগী পরিষেবা, সুরক্ষা, হুমকি সংস্কৃতি রদ করা নিয়ে কথা হয়েছে| কিন্তু ২ পক্ষের স্বাক্ষর-সম্বলিত প্রত্যাশিত মিনিটস পেলাম না|
বস্তুত আশাহত জুনিয়র চিকিৎসকরা| তাঁরা সরাসরি জানিয়েছেন, সাড়ে ৫ ঘণ্টার আলোচনা শেষে হতাশ আমরা| পাশাপাশি, আন্দোলনকারী ডাক্তাররা জানাচ্ছেন, কী কী আমরা চাইছি, তা জানিয়ে ইমেল করতে বলা হয়েছে|
তবে এরপরও দমে থাকতে নারাজ জুনিয়র চিকিৎসকরা| কর্মসূচি হিসেবে তাঁরা ঘোষণা করেছেন, হুমকি সংস্কৃতির বিরুদ্ধে বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের অভিযানে যোগ দেবে জুনিয়র ডাক্তারদের একটি টিম| এই ঘোষণার পাশাপাশি প্লাবন-বিপর্যস্ত অঞ্চলে অভয়া ক্লিনিক আয়োজনের বার্তা দেওয়া হয়|