জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের নবযুগ সুড়ঙ্গের ভেতরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে সহকারী।
এক পুলিশ আধিকারিক জানান , বৃহস্পতিবার রাতে শ্রীনগর থেকে জম্মুর দিকে আসা একটি ট্রাক সুড়ঙ্গের ভেতরে আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পঞ্জাবের বাসিন্দা চালক সুখদেব সিং (৩০) ঘটনাস্থলেই মারা যান, এবং তাঁর সহকারী জসবিন্দর সিং (২৬) আহত হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।










