২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫

নদিয়ার বাড়িতে পৌঁছল ঝন্টুর দেহ, শোকের আবহ তেহট্টের পাথরঘাটায়

High News Digital Desk:

নদিয়ার বাড়িতে পৌঁছল জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান হাবিলদার ঝন্টু আলি শেখের দেহ। তেহট্টের পাথরঘাটার বাড়িতে শনিবার সকালে তাঁর দেহ পৌঁছয়। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার রাতেই কলকাতায় বিমানবন্দরে এসে পৌঁছয় শহীদ জওয়ানের দেহ, আর শনিবার সকালে পৌঁছে যায় তাঁর বাড়িতে। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন ঝন্টু।

শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয় ঝন্টুকে। গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তাঁর দেহ। সেখান থেকে সকালে দেহ নিয়ে আসা হয় নদিয়ায়। শহীদ ঝন্টুকে শেষ শ্রদ্ধা জানিয়েছে গোটা গ্রাম। চোখের জলে বীর জওয়ানকে শ্রদ্ধা জানানো হয়েছে।

Scroll to Top