শুক্রবার পার্থ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টের প্রথম দিনে ৪০০ টেস্ট উইকেট নেওয়ার জন্য মিচেল স্টার্ক এবং পেস জুটি প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নতুন বলের আক্রমণে ইতিহাস রচনা করলেন।তৃতীয় ওভারে স্টার্ক যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে আউট করেন। হ্যাজলউড কিছুক্ষণ পরেই অভিষেককারি দেবদত্ত পাডিক্কলকে ২৩ বলে শূন্য রানে ফিরিয়ে দেন।
স্টার্ক, ২০১১ সালে আত্মপ্রকাশ করে এখন ২৭.৭৪ গড়ে ৩৫৮ টি টেস্ট উইকেট লাভ করেছেন। গ্লেন ম্যাকগ্রার পরেই দ্বিতীয় আছেন টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই পেসার । হ্যাজেলউডের ২০১৪ সালে টেস্ট যাত্রা শুরু। ৭০ ম্যাচে ২৪.৮২ গড়ে ২৭৩ উইকেট সংগ্রহ করেছেন। একসঙ্গে, এই জুটি ৫৪ টেস্টে খেলছেন।