নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা:
২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যার ‘রাম মন্দির’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের করার কথা কার্যত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজাও। পোস্তার এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে। তারাপীঠ, চাকলা-সহ বিভিন্ন জায়গাকে যে ঢেলে সাজানো হচ্ছে, সেকথা বললেন তিনি। একইসঙ্গে বললেন, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। (পুরীর) জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, সেই একই উচ্চতায় বানানো হচ্ছে। এপ্রিলের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।” ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে। পুরীর জগন্নাথ মন্দিরের অবিকলভাবেই তৈরি করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। আগামী এপ্রিল মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার। রথযাত্রার রুটও আগে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউ দিঘা যাওয়ার পথে ঝাউবন পেরিয়ে সৈকতের দিকে এখন যেখানে জগন্নাথের ছোট মন্দির, তাকেই জগন্নাথের প্রতীকী মাসির বাড়ি বলে সিদ্ধান্ত হয়েছে। ভোটের মুখে রাজ্যের শাসক শিবিরের একটি পাল্টা চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।