নতুন চমক ইমরান খানের দর্শকদের মন জয় করতে আবারও কি বলিউডের পথে?
অভিনেতাকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে, তা নিয়ে মুখ খুললেন পরিচালক দানিশ আসলাম।
ভরতে বেশ কিছু বছর ছিলেন না ইমরান, দর্শকে আবারও একবার আনন্দ দেওয়ার জন্য নতুন একটি রোমেন্টিক কমেডি নিয়ে রুপালী পর্দায় ফিরতে চলেছেন। দানিশ আসলাম পরিচালিত ছবিটিশুটিং শুরু হয়ে গেছে। এবং এবছরের শেষে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্রে খবর ছবিটি আমির খানের প্রোডকশান হাউস প্রোজজনা করবে। এই ছবির মূল চরিত্রে থাকবে ইমরান খান৷ বাকি কাস্ট এখন ঘোষণা করা হয়নি। ইমরানের প্রথম মুক্তি পাওয়া ছবি “জানে তুইয়া জানে।“ মাঝে বেশ কিছু দিন তিনি বলিউডে নিখোঁজ ছিলেন।“ব্রেককে বাদ” সিনেমার পরিচালক দানিশ আসলাম নিশ্চিত করেছেন তাঁরা একসঙ্গে নতুন প্রজেক্টে কাজ করছেন।
সম্প্রতি এক সাক্ষৎকারে পরিচালক বলেন, “আমি এই বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। আমি ইমরানের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছি এবং ইতিমধ্যেই প্রেসের কিছু জিনিস প্রকাশ্যে এসেছে। তবে সেই সঙ্গে এও জানান যে খুব শীঘ্রই তিনি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। অভিনেতা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই প্রজেক্টের এখনএ কাজ চলেছে। এই বিষয়ে নিশ্চিত হবে সমস্ত কিছু এবং সব ঠিকঠাক হবে, খুব আনন্দের সঙ্গে আমরা সবটা ঘোষণা করব |তবে এখন এই টুকুই বলতে পারি যে আমি আর ইমরান এক সঙ্গে কাজ করছি।’
বলিউডের অনেক পরিচালক মনে করেন ইমরানের মধ্যে একটা কারিশমা আছে। ইমরানের কামব্যাক আবশ্যক, কারণ বহু দর্শকই তাকে আবার বড়ো পর্দার দেখতে চায়।
এখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে এই বছরের শেষেই ছবিটি প্রক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।