বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় লিখেছেন – ‘গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!’ তাঁর জন্মদিবসে এদিন বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তিনি। অভিষেক এখন দক্ষিণ কোরিয়ার সিওলে রয়েছেন, সেখান থেকেই বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
