৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ধূমপান করলেই হাতেনাতে ধরা পড়ে যাবে অত্যাধুনিক স্মোক ডিটেক্টর সিস্টেম|

High News Digital Desk:

ট্রেনে উঠে জানলার পাশে বসে কিংবা দরজার সামনে দাঁড়িয়ে বা টয়লেটের দরজা আটকে ধূমপানের ঘটনা আজকের নতুন নয়| প্রায়শই দেখা যায় ট্রেনে ধূমপান নিষিদ্ধ লেখা পোস্টার এবং রেলওয়ের নিয়মকে তোয়াক্কা না করেই বিশেষ গুণধররা সুখটান দিয়ে থাকেন চলন্ত ট্রেনের মধ্যেই| তবে এবার এনাদের সুখময় অভ্যাসে লাগাম টানতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল| ট্রেনে বসতে চলেছে স্মোক সেন্সর| অর্থাত্ এবার ট্রেনে ধূমপান করলেই পুলিশের হাত থেকে নিস্তার পাওয়া হবে কঠিন| সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ট্রেন!

বর্তমানে এরকম একাধিক প্রযুক্তিগত মেশিন বাজারে এসেছে যার মাধ্যমে বোঝা যায় কেউ ধূমপান করছে কি না বা কোথাও আগুন লেগেছে কি না| এবার রেলের ক্ষেত্রেও এই ধরণের ফায়ার সেন্সর বা স্মোক সেন্সর ব্যবহার করতে চাইছে রেল কর্তৃপক্ষ| ইতিমধ্যেই এই ধরণের মেশিন বসানো শুরু হয়েছে ট্রেনের কোচগুলিতে| রেলের পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হচ্ছে ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন সিস্টেম জানা গিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ট্রেনের মধ্যে যে কোনও ধরনের ধোঁয়া দেখা গেলেও একটি অ্যালার্ম বেজে উঠবে| কেবল তাই নয়, চলন্ত ট্রেনটিও সেখানেই বন্ধ হয়ে যাবে| রেলওয়ে সূত্রে খবর, ট্রেনে কেউ ধূমপান করলে বা আগুন লাগলে তা প্রথমে ধরা পড়বে ফায়ার সেন্সর দ্বারা| এরপর অ্যালার্ম বেজে উঠবে এবং বার্তা যাবে কন্ট্রোল প্যানেলে| এরপর কিছুক্ষণের মধ্যে থেমে যাবে ট্রেন| রেলের এক পদস্থ কর্তা এই প্রসঙ্গে জানান, ট্রেনের মধ্যে যে কোনও উস থেকে নির্গত ধোঁয়াকে শনাক্ত করার ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির| প্রথমে কন্ট্রোল প্যানেলে লাল বাতি জ্বলে উঠবে| সমানে ধোঁয়া নির্গত হতে থাকলে সংশ্লিষ্ট কোচে জ্বলে উঠবে লালবাতি| তারপর ধীরে ধীরে থেমে যাবে ট্রেন| পূর্ব রেল সূত্রে খবর, বর্তমানে তাদের বিভাগে মোট ১০৯২টি দূরপাল্লার ট্রেন চলে| এর মধ্যে ১৪৩টি ট্রেনে ইতিমধ্যে এই প্রযুক্তি কার‌্যকর হয়েছে| রেল আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই এই শাখায় ১০০ শতাংশ দূরপাল্লার ট্রেনে এই মেশিন বসতে চলেছে|

Scroll to Top