৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ধারালো ব্লেডে নারীর মুখ

High News Digital Desk:

ধারালো ব্লেড দিয়ে নারীমূর্তি এঁকে ইন্ডিয়ান ৱুক অব রেকর্ডে নাম তললেন সুন্দরবনের সায়ন মিদ্দা| সায়নের সাফল্যে খুশি সুন্দরবনবাসী|
একেই বোধহয় বলে, অভাবের ঘরে সাফল্যের জোয়ার| দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুরের বাসিন্দা সায়ন মিদ্দা| দরিদ্র কৃষক পরিবারের সন্তান| ছেলেবেলায় লেখাপড়ায় সেভাবে মন না থাকলেও ছবি অাঁকায় গভীর আগ্রহ ছিল তাঁর| আর সায়নের এই প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করে পরিবার| বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছবি অাঁকায় বাড়ে তাঁর দক্ষতা| ধারালো ব্লেডের টকরো দিয়ে তিনি এঁকে ফেলেন নারীমূর্তি| সম্মান পান ইন্ডিয়ান ৱুক অব রেকর্ডের তরফে| আপ্লুত সায়ন ও তাঁর পরিবারের সদস্যরা| গর্বিত সুন্দবনবাসী|
নামখানার গণেশ নগর বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নামখানা নারায়ণ বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ফ্যাশন ডিজাইনিং কোর্স করেছেন সায়ন| এখন তাঁর পেশা বলতে বাচ্চাদের অাঁকা শেখানো| সায়ন এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা পারিশ্রমিকে অাঁকা শেখান| সায়ন চান, যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আরও বেশি করে তিনি দরিদ্র শিশুদের পাশে থাকতে পারবেন|

Scroll to Top