৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ধসে বিধ্বস্ত হিমালয়ের দুই রাজ্য, বাড়ছে মৃতের সংখ্যা

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :   রবিবার রাত থেকে প্রাকৃতিক বিপর্যয় হিমালয়ের দুই রাজ্যে। এক দিকে মেঘভাঙা বৃষ্টি, অন্য দিকে ধসের জের। মঙ্গলবার উত্তরাখণ্ডের চামোলি জেলার কাছে হেলাং গ্রামে দোতলা বাড়ি ভেঙে তার তলায় চাপা পড়েন সেখানকার বাসিন্দারা। ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করা হয়। আহতদের ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় বদ্রীনাথ সড়কপথে পিপালকোটি এবং জোশীমঠের মধ্যবর্তী এলাকায় হেলাং গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অলকানন্দা নদীর ধারে খননকার্যের সঙ্গে যুক্ত কর্মীরা ওই দোতলা বাড়ির ভিতর ছিলেন। হঠাৎ ধসের কারণে সেই বাড়িটি ভেঙে পড়ায় তার তলায় আটকে পড়েন কর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধসের কবল থেকে রক্ষা পায়নি হিমাচল প্রদেশও। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিমাচল প্রদেশের সিমলার কৃষ্ণনগর এলাকায় ধসের কারণে ভেঙে পড়ে চারটি বাড়ি। ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে মারা যান দু’জন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশও দেন তিনি। রাজ্যের পরিস্থিতি লক্ষ করে সেখানকার সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Scroll to Top