কলকাতা : বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিশেষ আইন পাশ করানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে সিবিআই তদন্তের দিকেও তির নিক্ষেপ করেন তৃণমূল সুপ্রিমো|
বাংলা জুড়ে বিজেপির ডাকা বনধের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা| সেই সভা থেকে একদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যদি এই আইন না আনে, তবে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই বিল পেশ করব| প্রত্যেক সাংসদের অধিকার রয়েছে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে সেটিকে বিল হিসাবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করার| আমরা তা আগামী দিনে করব| পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বললেন, আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব| আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব|
মমতা বলেন, আজকে যাঁরা কামদুনির কথা বলেন, তাঁদের বলি কামদুনির ঘটনাতেও আমরা ফাঁসি চেয়েছিলাম| হাই কোর্টের রায়ে দুজনের যাবজ্জীবন হয়েছিল| তার পরই তিনি বলেন, অনেক চোর-ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়| আমার কাছে অনেক ফাইল আসে, বলা হয় ১০-১২ বছর কেটে গেছে ছেড়ে দেওয়া হোক| কেন অত্যাচারীদের ছেড়ে দেওয়া হবে? ধর্ষকদের কেন ছাড়া হবে? এটা কিসের নিয়ম| প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম ন্যায় সংহিতা নিয়ে| কিসের প্রয়োজন ছিল ন্যায় সংহিতার|
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আর জি কর কাণ্ডে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার| তৃণমূল ছাত্র পরিষদের মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক| কিন্তু তার পরে কী অ্যাকশন, যাতে দেরি না হয়, কোনও ভুল ত্রুটি না হয় সেটাই দেখার| আমরা চেয়েছিলাম, সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ব্যবস্থা করে দিতে| এর আগেই টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিনটি উৎসর্গ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল| এখনও কিছুই হল না কেন? আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম| সময়সীমা শেষ হওয়ার আগেই সিবিআইকে তদন্তভার দিয়ে কেসটা জলে ফেলে দেওয়া হল| এর পরই হুঙ্কার ছেড়ে বললেন, ধর্ষণের শাস্তি ফাঁসি কেন হবে না? আমি চাই যে কোনও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি হোক|
অন্যদিকে একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন মমতা| তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা যখন দেশ জুড়ে আন্দোলন করছিলেন, আমরা কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি| কারণ আমি মনে করেছিলাম ওঁদের আন্দোলনটা সঙ্গত| ওরা ওদের বন্ধুর বিচার চাইছে| কিন্তু দিল্লিতে ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল| তার পরই মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট বলেছিল, এখনও পর্যন্ত যাঁরা কাজে যোগ দেননি, তাঁদের বিরুদ্ধে কিছু করবেন না| পরে এটা রাজ্যের উপর ছেড়ে দিলাম| আজ কত দিন হল? আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল রয়েছে| আমার তাঁদের প্রতি সমর্থন ছিল, আছে, থাকবে| তবে আমি বলব, আপনারা তো মানবিক| সুপ্রিম কোর্টও অনুরোধ করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য| অনেক গরিব লোক চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে| গরিবেরা কোথায় যাবে? অনেক পরিষেবা আপনারা দেন| আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আমরা কোনও ব্যবস্থা নিইনি| কোনও ব্যবস্থা নেবো না| কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন| আমি কোনও পদক্ষেপ করতে চাই না|
তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে বিজেপির ডাকা বনধকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়|