৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

ধর্ষণ-খুনের প্রতিবাদে আংশিক অবরোধ, কর্মসূচি উত্তর ২৪ পরগনার স্কুলের

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামল স্কুল-পড়ুয়ারা। গাইঘাটা-মছলন্দপুর সড়ক আংশিক অবরোধ করে দোষীদের শাস্তির দাবি তোলে তারা।

শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা ইছাপুর এলাকায় গাইঘাটা-মছলন্দপুর সড়ক আংশিক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। ছাত্রছাত্রীর দাবি, দোষীদের গ্রেফতার করতে হবে। শাস্তি দিতে হবে অবিলম্বে। প্রায় ৩০ মিনিট চলে ইছাপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের ওই কর্মসূচি। এর জেরে যান-চলাচল তেমন বিঘ্নিত হয়নি ঠিকই, তবে পড়ুয়াদের প্রতিবাদ সম্পর্কে অবহিত হন এলাকার মানুষ। বিষয়টি ঘিরে জনমানসে তৈরি হয় আগ্রহ। পড়ুয়াদের সমর্থন যোগান পথ-চলতি মানুষ। আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের সকল বয়সীরাই যে এককাট্টা, তা ওই এলাকায় নতুন ভাবে প্রতিভাত হয়। সেটাই ছিল ছাত্রছাত্রীদের লক্ষ্য। সেই অর্থে তাদের কর্মসূচি সফল, বলা চলে।

পড়ুয়াদের সঙ্গে আংশিক অবরোধে সামিল হন ইছাপুর হাইস্কুলের শিক্ষকশিক্ষিকারাও। এলাকায় বৈদ্যুতিক আলোর অভাব ও মদের ঠেক নিয়ে অভিযোগ করেন তাঁরা। পরে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পড়ুয়া ও শিক্ষকশিক্ষিকার সঙ্গে কথা বলে তারা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্কুল-পড়ুয়ারা।

Scroll to Top