৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

ধরাশায়ী কানাডা, হাসিমুখ মেসিদের

High News Digital Desk:

কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ী আর্জেন্টিনা| কানাডাকে ২-০ গোলে হারালেন লিওনেল মেসিরা| ঘটনা হল, মেসিদের খেলা দেখা যায়নি কোনও টিভি চ্যানেলে| তাতে অবশ্য দমে যাননি আর্জেন্টিনার ভারতীয় অনুরাগীরা| মূলত মোবাইলে ফ্যান কোড (ক্মজ্বঢক্টণঞঞ্চ) অ্যাপে খেলা দেখেছেন তাঁরা| এবং অনেকটা উত্কণ্ঠিত অপেক্ষার পর, উল্লসিত হয়েছেন ইউলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোল করা দেখে| অন্তিম গোলে আসল অবদানটা আবার খোদ লিওনেল মেসির| অর্থাত্, অনুরাগীদের জন্য দিনের শুরুতেই মন ভরে যাওয়া উপহার| ধরাশায়ী কানাডাকে যেন হৃষ্ট চিত্তে হাল্কা সান্ত্বনা, বেটার লাক নেক্সট টাইম| আর আর্জেন্টিনার জন্য তাঁদের শুভেচ্ছা, কোপা টর্নামেন্টের বাকি পথ মসৃণ হোক| জাদু দেখাক মেসি-মার্টিনেজদের দুরন্ত পেশি|

Scroll to Top