কলকাতা : আরজি কর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ বা সিআরপিএফ মোতায়েনের কথা মঙ্গলবারই বলেছে সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক বুধবার আরজি কর হাসপাতালে ধরা পড়েছে সিআইএসএফের পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও প্রাথমিক সক্রিয়তা।
মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত শুনানি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশকে বুধবার তুলোধোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা হাইকোর্টের অনুমোদন পেয়ে আজ থেকে শ্যামবাজারে অবস্থান কর্মসূচি শুরু করেছে বিজেপি। বুধবার থেকে ৫ দিন, দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি ধরনা চালাবেন সুকান্তরা।
ধরনার প্রথম দিনেই বিজেপির ধরনামঞ্চে বসে তোপ দাগলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশকে আক্রমণ করে সুকান্ত বললেন, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে যা বলেছে, তারপর কলকাতার পুলিশ কমিশনারের পদে বিনীত গোয়েলের থেকে যাওয়াটা লজ্জার। বিজেপির রাজ্য সভাপতির তীব্র কটাক্ষ, ‘কতটা নির্লজ্জ হলে সিপি তাঁর পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে, উনি সিপিকে বরখাস্ত করছেন না! কোর্ট আরজি করের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে। এই আদেশ প্রমাণ করছে যে, রাজ্য প্রশাসনের উপর ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ১ শতাংশ বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর পদে বসে আছেন, আদরের সিপিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।’
বৃহস্পতিবার যে ‘লক্ষ্মীবার’, সে’কথা স্মরণ করিয়ে আগামিকাল বিজেপির ‘স্বাস্থ্য ভবন অভিযান’ কর্মসূচিতে রাজ্যবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার। বলেছেন, ‘লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন।’