পিছনে পড়ে রইল বিসংবাদ| তিক্ততা অতীত| লোকসভা স্পিকার পদে আবারও নির্বাচিত ওম বিড়লা| যদিও লোকসভার স্পিকার পদ নিয়ে সম্প্রতি তৈরি হয়েছিল অদ্ভত পরিস্থিতি| এনডিএ-র তরফে ওম বিড়লার নাম ঘোষণা করেছিল বিজেপি| উলটো দিকে, মঙ্গলবারই ইনডিয়া জোট থেকে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করা হয়| তবে ৱুধবার সকালে ধ্বনি ভোটে জিতলেন এনডিএ মনোনীত প্রার্থী সেই ওম বিড়লাই| তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| অভিনন্দন জানান লোকসভায় সদ্য বিরোধী দলনেতা হওয়া রাহুল গান্ধীও| তাঁরাই ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান| এরপর ওম বিড়লার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে| ৱুধবারের এই দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন নরেন্দ্র মোদি| স্পিকার হিসেবে ওম বিড়লার কৃতিত্বকে বিভিন্ন দৃষ্টান্ত টেনে অনুপ্রেরণামূলক বলেও উল্লেখ করেন তিনি|
লোকসভার স্পিকার পদ নিয়ে বিগত কয়েক দশকে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা ঘটেনি| লোকসভার স্পিকার পদে যিনিই প্রার্থী হন, শাসক-বিরোধী নির্বিশেষে সর্বসম্মতির ব্যতিক্রম ঘটতে দেখা যায়নি সাম্প্রতিক অতীতে| কিন্তু এবার তেমনটাই ঘটল| মনে করা হচিছল, পরিস্থিতি যতই জটিল হোক, ভোটাভটি হলে সংখ্যার নিরিখে ওম বিড়লাই হয়ত শেষ হাসি হাসবেন| হলও তাই|








