১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনার জল

High News Digital Desk:

বায়ুদূষণে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। ক্রমাগত খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দূষণ এতটাই যে, বিষিয়ে উঠেছে দিল্লির বাতাবরণ। দূষণ কমানোর চেষ্টা যে হচ্ছে না, তা নয় তবুও দিল্লিতে ধোঁয়াশা রয়েছে।

বৃহস্পতিবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে লালকেল্লা – সর্বত্রই অতি ঘন ধোঁয়াশা ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায় দিল্লিতে। নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০১।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

Scroll to Top