- দুর্নীতি-দমন বিধি লঙ্ঘন করার দায়ে ৬ বছরের জন্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মার্লন স্যামুয়েলস
এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতি-দমন বিধি লঙ্ঘন করার দায়ে ৬ বছরের জন্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার কথা ঘোষণা করেছে আইসিসি। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলতে পারবেন না স্যামুয়েলস। তাঁর কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল। বৃহস্পতিবার আইসিসি-র পক্ষ থেকে এই নির্বাসনের কথা ঘোষণা করা হয়েছে। নির্বাসনের মেয়াদ শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। ২০২১ সালের সেপ্টেম্বরে স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতি-দমন বিধির ৪টি ধারা লঙ্ঘন করার অভিযোগ ওঠে। এ বছরের অগাস্টে দোষী সাব্যস্ত হন এই ক্রিকেটার। এরপর বৃহস্পতিবার কড়া শাস্তির কথা ঘোষণা করল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মার্লন স্যামুয়েলস বরাবরই উদ্ধত, দুর্বিনীত হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে যত না সাফল্য, তার চেয়ে বেশি বিতর্ক এই ক্রিকেটারের ঝুলিতে।