দুর্ঘটনার কবলে এনবিএসটিসি-র বাস ! মৃত এক, আহত একাধিক :-
দুর্ঘটনার কবলে পড়লো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস। ঘটনার জেরে মারা যান মফিজুল হক নামে এক যুবক। গাড়ির চালক সহ আহত হয়েছে একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা যায় কোচবিহার থেকে যাত্রীবাহী এই নিগমের বাসটি দিনহাটার দিকে যাচ্ছিল। বাসটির সামনে ছিলো একটি যাত্রী বোঝাই অটো। হঠাৎ ওই অটোর চালকের ডান পাশে বসে থাকা যুবকটি পড়ে যায় বাসটির সামনে। বাসটির চালক ওই যুবককে বাঁচাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে। কিন্তু রাস্তার ওপর পড়ে যাওয়া ওই যুবককে বাঁচানো সম্ভব হয়নি।ঘটনাটি ঘটেছে দেওয়ান হাটের কাছে গারোপাড়া কোচবিহার দিনহাটগামী রাজ্য সড়কের ওপর।
মৃতের ভাই জানান তারা নিউকোচবিহার থেকে স্ব-পরিবারের অটোতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তারা সকলেই পরিযায়ী শ্রমিক। হটাৎ তার ভাই ঘুমের ধান্দায় পড়ে যায় রাস্তায়। পেছনে নিগমের বাসটির চাকা তার ভাইয়ের শরীরের ওপর দিয়ে চলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।