১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

দুরন্ত বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে দিল ভারত,পরপর ৬ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত

High News Digital Desk:
  • দুরন্ত বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে দিল ভারত,পরপর ৬ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল যখন ৯ উইকেটে ২২৯ রান করে, তখন অনেকেরই মনে হয়েছিল, চলতি ওডিআই বিশ্বকাপে হয়তো প্রথমবার হারের মুখে দেখতে চলেছেন বিরাট কোহলি, শুবমান গিলরা। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার সঙ্গত কারণেই সবার শেষে। ইংল্যান্ডকে হারাতে ২২৯ রানই অনেক। কারণ, রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ফলে ১০০ রানে জয় পেল ভারত। পরপর ৬ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে লড়াই করেন কে এল রাহুল, সূর্যকুমার যাদবও। তবে এই ম্যাচ জেতালেন বোলাররা। ৭ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ সামি। চলতি ওডিআই বিশ্বকাপে ২ ম্যাচ খেলে ৯ উইকেট হয়ে গেল এই পেসারের। সব ম্যাচে খেলার সুযোগ পেলে হয়তো নিশ্চিতভাবেই সর্বাধিক উইকেট হয়ে যেত সামির। তিনি যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে সবচেয়ে বেশি উইকেট পেতেই পারেন। ভারতের অপর এক পেসার জসপ্রীত বুমরাও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬.৫ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরা। ভালো পারফরম্যান্স দেখালেন কুলদীপ যাদবও। ৮ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ। অসামান্য বোলিং করেন রবীন্দ্র জাদেজাও। ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৬ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা।

Scroll to Top