নিজস্ব সংবাদদাতা : স্কটিশদের কাছে হেরেই ৫০ ওভারের বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ানরা। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। ৭০ ও ৮০-র দশকের সবথেকে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের কাছে এটা লজ্জাজনক পারফরম্যান্স। প্রাক্তন তারকা ইয়ান বিশপ বলেন, ‘আমরা একযুগেরও বেশি সময় ধরে ক্রিকেটের প্রথম সারির দলের সঙ্গে ধারাবাহিকভাবে ভালো খেলিনি। আমি জানি এরপর ক্যারিবিয়ানে অনেক তদন্ত হবে। কিন্তু আসল বিষয় হল আমাদের শেষ হতে কয়েকটা ধাপ বাকি ছিল, এবার সেটাই হল। এবং আমাদের বোর্ডে এমন প্রতিনিধি লাগবে যারা সব ঠিক করবে।’১৯৭৫ , ১৯৭৯ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ক্লাইভ লয়েডরা। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া এই প্রথম কাপযুদ্ধ।










