শিলিগুড়ির পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে দুই মহিলা সহ মোট চারজনকে মারধর করার অভিযোগ উঠল নেশাগ্রস্ত অবস্থায় থাকা বেশ কয়েকজন যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এই ঘটনায় বুধবার নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, রঞ্জিত সাহা নামে এক ব্যক্তি তার এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। সেই সময় রাস্তায় নেশা করছিল বেশ কয়েকজন যুবক। সেই সময় রঞ্জিত তাদের বাঁধা দিলে বচসায় জড়িয়ে পড়ে তিনি। দুই মহিলা তাতে বাঁধা দিতে গেলে
তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।








