৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দীপিকার প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মণিরত্নমের

High News Digital Desk:

বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই নতুন নয়! বক্স অফিসের অঙ্ক নিয়ে এমনিতেই দুই সিনেজগতের হাড্ডাহাড্ডি লড়াই। এবার দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গা তরজায় বলিউড নায়িকার পাশে হিন্দি সিনেদুনিয়ার তারকারা। দীপিকার দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে আগেই ব্যাটিং করেছেন কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, রাধিকা আপ্তেরা। এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মণিরত্নম।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পর ফের প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। হিসেব মতো, সেটাই হত তাঁর দ্বিতীয় দক্ষিণী সিনেমা। তবে ‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না’, শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। বলিউডের ‘পদ্মাবতী’ নাকি আট ঘণ্টা কাজের বিনিময়ে ২০ কোটি টাকা দাবি করেছিলেন। যা মানতে হিমশিম খেতে হত প্রযোজনা সংস্থাকে! তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনও আক্ষেপ নেই দীপিকার! সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পদ্মাবতী সাফ জানিয়ে দিয়েছেন, কঠিন সময়ে মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি। আর একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তার নড়চড় হয় না। তবে বিতর্কের সূত্রপাত ‘অ্যানিম্যাল’ পরিচালক সন্দীপের এক্স হ্যান্ডেল পোস্ট থেকে। দীপিকার বিরুদ্ধে ‘অপেশাদারিত্বে’র অভিযোগ আনেন পরিচালক। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও যেভাবে নিজের নিষ্ঠা, দক্ষতার মাধ্যমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন যে অভিনেত্রী, সেই দীপিকাকেই তাঁর জীবনদর্শন, নারীবাদ নিয়ে বিঁধেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তার পর থেকেই কাজের সময় নিয়ে বলিউড, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মণিরত্নম বলেন, “আমার মনে হয় এটা ন্যায্য দাবি। আমার আনন্দ হচ্ছে যে, দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছে। একজন পরিচালক হিসেবে আমার মনে হয়, অভিনেতাদের এই দাবিগুলো বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেওয়াটা তো অনৈতিক নয়। বরং, অত্যন্ত প্রয়োজনীয়।

প্রসঙ্গত, মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকাই কাজ থেকে বিরতি নিয়েছেন। সেই তালিকায়, দীপিকার পাশাপাশি সোনম কাপুর, বিপাশা বসু-সহ আরও অনেকের নামই রয়েছে। আলিয়া ভাট যদিও ব্যতিক্রম এক্ষেত্রে! অক্ষয় কুমার অবশ্য বিগত দেড় দশক ধরেই আট ঘণ্টার শিফটে শুটিং করেন। সময় ধরে সেটে যাওয়া থেকে শুরু করে সময়মতো শুটিং সেরে বেরনোর ক্ষেত্রে বলিউড খিলাড়ি অনেক আগেই ট্রেন্ড সেট করেছেন। তবে মা হিসেবে দীপিকা পাড়ুকোনই নায়িকাদের মধ্যে প্রথম শিফট মেনে কাজ করার দাবি রাখলেন। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ‘প্রতিবাদী’ দীপিকাই কি বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক?

 

Scroll to Top